| ১১ অক্টোবর ২০২০ | ৫:১৭ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন দিন ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছিলেন। এখনো তিনি পুরোপুরি সুস্থ নন। তারপরও হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউজে অবস্থান করছেন আলোচিত এ মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হাসপাতালে থাকার ওই তিন দিনে ট্রাম্পের পিছনে খরচ ছাড়িয়েছে ১ লাখ ডলারেরও বেশি। যার পুরোটাই বহন করেছে কেন্দ্রীয় সরকার। হেলিকপ্টারে করে হাসপাতালে ট্রাম্পের যাওয়া আসাতেই বেশি খরচ হয়েছে বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। এছাড়া বেশ কয়েকবার করোনা টেস্ট করিয়েছেন ট্রাম্প, অক্সিজেন নিয়েছেন, স্টেরয়েড ও অ্যান্টিবডি ট্রিটমেন্ট নিয়েছেন। এতেও প্রচুর খরচ হয়েছে। তিনদিনে ট্রাম্পের চিকিৎসার পিছনে যা ব্যয় হয়েছে তা যে কোনো সাধারণ নাগরিকের চিকিৎসায় খরচের হাজার হাজার গুণ বেশি।
প্রসঙ্গত, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এবার তার প্রতিপক্ষ ডেমোক্রেট নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
বাংলাদেশ সময়: ৫:১৭ পূর্বাহ্ণ | রবিবার, ১১ অক্টোবর ২০২০
24news.com.bd | News Desk