শনিবার ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

চট্টগ্রামে অপহরণের ৫৫ দিন পর মায়ের কোলে শিশু তারিনা

অনলাইন ডেস্ক | ১৭ অক্টোবর ২০২০ | ১০:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে অপহরণের ৫৫ দিন পর মায়ের কোলে শিশু তারিনা

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা থেকে অপহরণ হওয়া জান্নাতুল নাঈম তারিনা (৩) নামের একটি শিশুকে কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে উদ্ধার করা হয়। গত বুধবার গভীর রাতে চান্দগাঁও থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে। অপহরণের ৫৫ দিন পর মায়ের কোলে ফিরে আসে শিশু তারিনা। এ ঘটনায় পুলিশ এক দম্পতিকে আটক করে।

চান্দগাঁও থানা সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট মোহরা এলাকা থেকে শিশু তারিনাকে অপহরণ করা হয়। ৫ অক্টোবর তারিনার মা তাহমিনা বেগম থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। অবশেষে প্রযুক্তির সাহায্যে তারিনার অবস্থান শনাক্ত করে গত বুুধবার দিবাগত রাতে কক্সবাজার পেকুয়া থানার উজানটিয়া এলাকা থেকে তারিনাকে উদ্ধার করা হয়। তারিনার অপহরণকারী শিরিন জান্নাত রুমা ও তার স্বামী ইমাম শরীফকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান রহমান খন্দকার বলেন, ‘মোহরা থেকে জান্নাতুল নাঈম নামের শিশুকে অপহরণ করে  কক্সবাজারের পেকুয়ায় নিয়ে যাওয়া হয়। পরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। অপহরণের সঙ্গে জড়িত এক দম্পতিকেও আটক করা হয়েছে।’

জানা যায়, ইমাম শরীফের স্ত্রী শিরিন জান্নাত রুমা বোনের সম্পর্ক গড়েছিলেন তারিনার মা তাহমিনার সঙ্গে। মাঝে মধ্যে তাহমিনার বাসায় আসতেন। শিশু তারিনাকে আদর-যত্নও করতেন। তাহমিনা চাকরিতে যাওয়ার সময় তারিনাকে বাসার কেয়ারটেকারের কাছে রেখে যেতেন। অপহরণকারী শিরিন তারিনাকে সামনের দোকান থেকে জামা-কাপড় কিনে দেওয়ার কথা বলে গত ২০ আগস্ট নিয়ে যায়। তবে ওই নারীর আগে বাসায় আসলে তার মোবাইল নম্বর নিয়ে রেখেছিলেন তাহমিনা, ছবিও তুলে রেখেছিলেন। তারিনা অপহরণের পর ওই নারীর মুঠোফোনে কথাও বলেন তাহমিনা। তারিনাকে দিতে কালক্ষেপণ করতে শুরুর এক পর্যায়ে ওই নারী মোবাইল বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর থানায় অভিযোগ দিলে পুলিশ মা তাহমিনার শিশু তারিনাকে উদ্ধার করেন।

মন্তব্য করুন

বাংলাদেশ সময়: ১০:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২০

24news.com.bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

সম্পাদক মন্ডলীর সভাপতি : নাহিদ আনজুম সিদ্দিকি | প্রকাশক : মোঃ নজরুল ইসলাম | সম্পাদক : মোঃ ফয়েজুর রহমান

জুহরা নূর সুপার মার্কেট, হাসনাবাদ পোর্ট কন্টেইনার রোড, হাসনাবাদ, দক্ষিন কেরাণীগঞ্জ, ঢাকা-১৩১১।
ফোন : +8801877740333 | E-mail : info@24news.com.bd

©- 2025 24news.com.bd কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।