অনলাইন ডেস্ক | ১৮ অক্টোবর ২০২০ | ১১:০৭ পূর্বাহ্ণ
চট্টগ্রাম নগরীর তালিকাভুক্ত ছোলাই মদ ব্যবসী শানু বেগম। কয়েকদিন আগে মাদক ব্যবসার ধরন পরিবর্তন করে ছোলাই মদের পরিবর্তে গাঁজা বিক্রি শুরু করেন। কৌশল হিসেবে মাদক বিক্রির রকম পরিবর্তন করলেও শেষ রক্ষা শানু।
রবিবার সকালে নগরীর খুলশী থানাধীন ঝিলের বিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছে থেকে ১২০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর অন্যতম চোলাই মদ ব্যবসায়ী শানু বেগমকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১২০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়। শানুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মাদক মামলা রয়েছে। তিনি নগরীর তালিকাভুক্ত ছোলাই মদ ব্যবসায়ী।
ওসি বলেন, শানু তালিকাভুক্ত ছোলাই মদ ব্যবসায়ী হলেও কৌশল হিসেবে কয়েকদিন আগে থেকে গাঁজা ব্যবসা শুরু করে। কিন্তু পুলিশের কাছে হার মানে তার কৌশল। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২০
24news.com.bd | News Desk