অনলাইন ডেস্ক | ১৮ অক্টোবর ২০২০ | ১:৫৫ অপরাহ্ণ
কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারিকালে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে উন্নততর পরামর্শ প্রদানের লক্ষ্যে ওয়েবিনার আয়োজন করেছে দিল্লি পাবলিক স্কুল ঢাকা (ডিপিএস এসটিএস)।
সম্প্রতি অনুষ্ঠিত ‘লেটস টক! হাউ টু ম্যানেজ ফাইন্যান্সেস ডিউরিং প্যান্ডেমিক’ শীর্ষক এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত তথ্যমূলক এ ওয়েবিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত বক্তা আলপেশ পারিখ।
ওয়েবিনারে সঞ্চালকের ভূমিকা পালন করেন ডিপিএস এসটিএস স্কুলের ডিন অব অ্যাক্টিভিটিজ শালিনি আগারওয়ালা।
আলপেশ পারিখ ভারতের অন্যতম প্রসিদ্ধ গলফ কোর্স ‘গুলমোহর গ্রিনস – গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব লিমিটেড’ -এর ব্যবস্থাপনা পরিচালক। শিক্ষাজীবনে তিনি হার্ভার্ডের মত প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। পরবর্তীতে তিনি উদ্যোক্তা হিসেবে সফল হয়েছেন। সেই সাথে অর্থ ব্যবস্থাপনা ও কৌশলগত আর্থিক লেনদেন নিয়ন্ত্রণে তার পারদর্শিতা তাকে একজন সুবক্তা হিসেবে প্রতিষ্ঠিত করে।
বর্তমান অর্থনৈতিক সঙ্কট নিয়ে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও কর্মীদের বোঝাপড়া বৃদ্ধিতে, ভবিষ্যতের অবস্থা সম্পর্কে ধারণা পেতে এবং তাদের সফল আর্থিক ব্যবস্থাপনায় ডিপিএস এসটিএস স্কুল কর্তৃপক্ষ আলপেশ পারিখকে আলোচনার আহ্বান জানায়।
ওয়েবিনারে আলপেশ পারিখ কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারির কারণে পরিবারের সদস্যদের সঙ্কটকালীন নানা প্রেক্ষিত নিয়ে আলোচনা করেন এবং সবাই কীভাবে পরিবারের সমৃদ্ধিতে অবদান রাখতে পারে তা নিয়ে নানা পরামর্শ দেন।
আলপেশ পারিখ বলেন, ‘লকডাউনে আমরা আমাদের ঘরে ‘নো কমপ্লেন ডে’ নামে একটি রেওয়াজ চালু করেছিলাম, যার নিয়ম ছিল – সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে সন্তানেরা কোনো বিষয়ে অভিযোগ করতে পারবে না। এই অভ্যাসের ফলে খুব শীঘ্রই বাচ্চারা বুঝতে পারলো আমরা প্রতিকূল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এবং আর্থিক পরিস্থিতিও আগের মতো নেই। এবং তাদেরকেও খরচের ক্ষেত্রে সচেতন হওয়া উচিৎ। এভাবেই আমাদের সকলের নিজ নিজ পরিবারের সদস্যদেরকে নিয়ে খেলার ছলে, আনন্দের মাধ্যমে কঠিন সময়টাকে জয় করে নিতে হবে।’
দিল্লি পাবলিক স্কুল ঢাকার অধ্যক্ষ মধু ওয়াল বলেন, ‘আলপেশ পারিখ তার বুদ্ধিদীপ্ত আলোচনার মাধ্যমে শ্রোতাদের দারুণভাবে অনুপ্রাণিত করতে পারেন। তাকে ওয়েবিনারের মূল আলোচক হিসেবে পেয়ে আমরা আনন্দিত এবং কৃতজ্ঞ। ওয়েবিনারের অংশগ্রহণকারীদের তিনি চমৎকার কিছু ধারণা ও কৌশলের কথা বলেছেন। আমাদের প্রত্যাশা, তার আলোচিত বিষয়গুলো ওয়েবিনারের অংশগ্রহণকারীদের বৈশ্বিক মহামারি সঙ্কটে আর্থিক ব্যবস্থাপনা বিষয় বোঝার ক্ষেত্রে আগের চেয়ে দক্ষ হতে সহায়ক হবে।’
ডিপিএস এসটিএস’র বাইরেও অন্যান্য প্রতিষ্ঠান থেকে এ ওয়েবিনারে অংশগ্রহণ উন্মুক্ত ছিলো। অভিভাবক, শিক্ষক ও কর্মীরা এ ওয়েবিনারে অংশগ্রহণ করে তাদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে নানা পরামর্শ পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২০
24news.com.bd | News Desk