অনলাইন ডেস্ক | ২০ অক্টোবর ২০২০ | ১২:৪৯ অপরাহ্ণ
চীনের টিকটক অ্যাপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল পাকিস্তান। গতকাল সোমবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে দেশটির টেলিযোগাযোগ কর্তৃপক্ষ জানায়, টিকটক অ্যাপ স্থানীয় আইন অনুসায়ী তাদের কার্যক্রম পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, টিকটক অ্যাপে অশ্লীলতা এবং অনৈতিকতা ছড়ানোর সঙ্গে জড়িত সব অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে।
গত ৯ অক্টোবর অনৈতিক ও ‘অশালীন’ বিষয়বস্তু প্রচারের অভিযোগে টিকটক নিষিদ্ধ করেছিল পাকিস্তানের টেলিযোগযোগ কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১২:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
24news.com.bd | News Desk