অনলাইন ডেস্ক | ২৪ অক্টোবর ২০২০ | ১২:৩৯ অপরাহ্ণ
স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এলো এলচে। এই জয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে তারা।
শুক্রবার রাতে মার্তেনেজ ভ্যালেরো স্টেডিয়ামে ম্যাচের ১৯তম মিনিটে ডান দিক থেকে বাঁ পায়ের শটে গোল করে এলচেকে এগিয়ে দেন জোসান ফার্নান্দেজ। এর ৮ মিনিট পর জোসানের পাসে ব্যবধান দ্বিগুণ করেন ফিডেল। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এলচে।
দ্বিতীয়ার্থে ম্যাচে ফেরার চেষ্টা করে ভ্যালেন্সিয়া। ম্যাচের ৭৪তম মিনিটে লি ক্যাঙ্গের পাসে টনি লোটার গোলে ব্যবধান কমায় ভ্যালেন্সিয়া। বাকি সময়ে আর গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এলচে।
বাংলাদেশ সময়: ১২:৩৯ অপরাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২০
24news.com.bd | News Desk