বৃহস্পতিবার ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম

সিএমএইচে ভর্তি হলেন কেসিসি মেয়র

অনলাইন ডেস্ক | ১৯ জুন ২০২১ | ৪:০০ অপরাহ্ণ

সিএমএইচে ভর্তি হলেন কেসিসি মেয়র

উন্নত চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক। আজ শনিবার দুপুরে তাকে হাসপাতালের ৩০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়। এখানে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করে তার অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হবে।

মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা জানান, শনিবার সকালে খুলনা থেকে রওয়ানা হওয়ার পর দুপুরে ঢাকায় পৌঁছে সিটি মেয়রকে সরাসরি সিএমএইচে নেওয়া হয়।

জানা যায়, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ইউরোলজি রোগে আক্রান্ত হয়েছেন। গত ১৫ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে এ তথ্য জানান। এরপর তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হয়। অসুস্থতার কারণে তার প্রোস্টেট গ্লান্ড অপারেশন করাতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে তার সুস্থতার জন্য দলের নেতাকর্মীসহ নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। পরিপূর্ণভাবে সুস্থ হয়ে ফিরে এসে পূর্বের মত যাতে নগরবাসীর সেবা করতে পারেন সকলের কাছে সেই দোয়া কামনা করেছেন তিনি।

মন্তব্য করুন

বাংলাদেশ সময়: ৪:০০ অপরাহ্ণ | শনিবার, ১৯ জুন ২০২১

24news.com.bd |

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

সম্পাদক মন্ডলীর সভাপতি : নাহিদ আনজুম সিদ্দিকি | প্রকাশক : মোঃ নজরুল ইসলাম | সম্পাদক : মোঃ ফয়েজুর রহমান

জুহরা নূর সুপার মার্কেট, হাসনাবাদ পোর্ট কন্টেইনার রোড, হাসনাবাদ, দক্ষিন কেরাণীগঞ্জ, ঢাকা-১৩১১।
ফোন : +8801877740333 | E-mail : info@24news.com.bd

©- 2025 24news.com.bd কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।