অনলাইন ডেস্ক | ২৯ জুন ২০২১ | ৬:২৩ অপরাহ্ণ
কঠোর লকডাউনকে কেন্দ্র করে আজও রাজধানী ঢাকা ছাড়ছে মানুষ। এতে দেশের দক্ষিণবঙ্গের ঘরমুখী মানুষের ভিড় দেখা দিয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে।
মঙ্গলবার সীমিত পরিসরে লকডাউনের দ্বিতীয় দিন ভোর থেকে দক্ষিণবঙ্গমুখী যাত্রীদের ঘাটে আসতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে চাপ।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটে সহকারী ব্যবস্থাপক (বানিজ্য) ফয়সাল আহমেদ জানান, লকডাউনকে কেন্দ্র করে ঘাটে মানুষ আসছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বর্তমানে মোট ১৪টি ফেরি সচল রয়েছে। ঘাট এলাকায় পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে ২ শতাধিক গাড়ি।
সিরিয়াল অনুযায়ী সব গাড়ি পার করা হবে। যাত্রী পারাপারের বিষয়ে আমাদের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই, যারা ঘাটে আসছে তারা পার হতে পারছে বলেও জানান তিনি।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
বাংলাদেশ সময়: ৬:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুন ২০২১
24news.com.bd | News Desk