অনলাইন ডেস্ক | ১০ আগস্ট ২০২১ | ৪:২৯ অপরাহ্ণ
পরীমণি
উৎসুক জনতাকে উদ্দেশ্য করে চিত্রনায়িকা পরীমণি বলেন, আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে আর আপনারা হাসছেন।
মঙ্গলবার মাদক মামলায় দ্বিতীয় দফা রিমান্ড শুনানি শেষে বেরিয়ে লিফটে উঠার আগে তিনি এ কথা বলেন।
চিত্রনায়িকা পরীমণিকে ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস রিমান্ডের এই আদেশ দেন।
চার দিনের রিমান্ড শেষে এ দিন আদালতে হাজির করে চিত্রনায়িকা পরীমনিকে ফের ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও এই মামলায় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
রিমান্ড শুনানিকালে পরীমণি চশমার নিচে হাত দিয়ে চোখ মুছছিলেন। প্রযোজক নজরুল ইসলাম রাজ ছিলেন খুবই বিমর্ষ। অপরদিকে আশরাফুল ইসলাম দীপুকে কাঁদতে দেখা যায়।
বাংলাদেশ সময়: ৪:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
24news.com.bd | Online Desk