শুক্রবার ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

মৃত্যুর কাছে হার মানলেন ফাহমিদা

অনলাইন ডেস্ক | ২১ মার্চ ২০২২ | ৬:১৫ অপরাহ্ণ

মৃত্যুর কাছে হার মানলেন ফাহমিদা

ফাহমিদা কাম এবং মাহমুদুল হাসান দম্পতি

চট্টগ্রামে হাসপাতালে গত ৯ মার্চ ক্যান্সার আক্রান্ত প্রেমিকা ফাহমিদা কামালকে বিয়ে করে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেন প্রেমিক মাহমুদুল হাসান। বিয়ের ১২ দিনের মাথায় মৃত্যুর কাছে হার মানলেন ফাহমিদা। সোমবার সকালে বাকলিয়ায় নিজ বাসায় মারা যান তিনি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কর্মকর্তা সাইফুদ্দিন সাকী এ প্রসঙ্গে বলেন, দক্ষিণ বাকলিয়ার আব্দুস ছিলাম মাস্টারের বাড়িতে আজ সকালে ফাহমিদা কামাল মারা যান। ফাহমিদা কামাল দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ভারতেও চিকিৎসা নিয়েছেন। কিন্তু সেখানকার চিকিৎসকেরা আশা ছেড়ে দেওয়ায় ফাহমিদাকে দেশে নিয়ে আসা হয়।

গত ৯ মার্চ নগরের মেডিকেল সেন্টারে ফাহমিদাকে বেনারসি পরিয়ে, বউ সাজিয়ে ১ টাকা কাবিনে বিয়ে করেন মাহমুদুল হাসান। চকরিয়ার ছেলে মাহমুদুল হাসান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেন।
আর ফাহমিদা কামাল চট্টগ্রাম নগরের দক্ষিণ বাকলিয়ার বাসিন্দা। তিনি আইইউবি থেকে বিবিএ ও এমবিএ শেষ করেন। তিনি ব্যবসায়ী কামাল উদ্দিন ও শিউলি আক্তারের মেজ সন্তান। তারা দুই বোন, এক ভাই। বড় বোন থাকেন চীনে। ছোট ভাইটি বিবিএ পড়েন। ফাহমিদা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কর্মকর্তা সাইফুদ্দিন সাকীর নাতনি।

মন্তব্য করুন

বাংলাদেশ সময়: ৬:১৫ অপরাহ্ণ | সোমবার, ২১ মার্চ ২০২২

24news.com.bd |

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 

সম্পাদক মন্ডলীর সভাপতি : নাহিদ আনজুম সিদ্দিকি | প্রকাশক : মোঃ নজরুল ইসলাম | সম্পাদক : মোঃ ফয়েজুর রহমান

জুহরা নূর সুপার মার্কেট, হাসনাবাদ পোর্ট কন্টেইনার রোড, হাসনাবাদ, দক্ষিন কেরাণীগঞ্জ, ঢাকা-১৩১১।
ফোন : +8801877740333 | E-mail : info@24news.com.bd

©- 2025 24news.com.bd কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।