শনিবার ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

জামিন নিতে গিয়ে কারাগারে রাজশাহী বিএনপির আহ্বায়ক

অনলাইন ডেস্ক | ২১ মার্চ ২০২২ | ৬:১৮ অপরাহ্ণ

জামিন নিতে গিয়ে কারাগারে রাজশাহী বিএনপির আহ্বায়ক

হত্যা মামলায় জামিন নিতে গিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুরে রাজশাহী জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আবু সাঈদ চাঁদের আইনজীবী পারভেজ তৌফিক জাহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, ওই মামলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক নিম্ন আদালতে হাজির হয়ে জামিন চান। তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ তাকে কারাগারে পাঠায়।

রাজশাহী জেলা কোর্ট পুলিশ পরিদর্শক মো. রফিক জানান, ২০১৫ সালের ৫ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। ওই মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। এতে আবদুল মজিদ নামে এক ব্যক্তি মারা যান। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। মামলায় আবু সাঈদ চাঁদ এজাহারভুক্ত আসামি নন। তবে তদন্তের পর অভিযোগপত্রে তাকে অন্তর্ভুক্ত করা হয়। ওই মামলায় নিম্ন আদালতে জামিন নিতে এসেছিলেন আবু সাঈদ চাঁদ। কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে বিকালে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

বাংলাদেশ সময়: ৬:১৮ অপরাহ্ণ | সোমবার, ২১ মার্চ ২০২২

24news.com.bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

করোনায় আক্রান্ত নানক

০৩ অক্টোবর ২০২০

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 

সম্পাদক মন্ডলীর সভাপতি : নাহিদ আনজুম সিদ্দিকি | প্রকাশক : মোঃ নজরুল ইসলাম | সম্পাদক : মোঃ ফয়েজুর রহমান

জুহরা নূর সুপার মার্কেট, হাসনাবাদ পোর্ট কন্টেইনার রোড, হাসনাবাদ, দক্ষিন কেরাণীগঞ্জ, ঢাকা-১৩১১।
ফোন : +8801877740333 | E-mail : info@24news.com.bd

©- 2025 24news.com.bd কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।