অনলাইন ডেস্ক | ২৩ এপ্রিল ২০২২ | ১:৩৮ অপরাহ্ণ
আর্তমানবতার ডাকে সাড়া দিয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ২১ এপ্রিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে ঢাকার বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
উক্ত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উপদেষ্টা, স্কুল অব বিজনেসের সহযোগী অধ্যাপক রফিকুল হক এবং ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসাইন।
এছাড়াও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসান, ক্লাব সদস্য ও ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্ৰহণ করেন।
বাংলাদেশ সময়: ১:৩৮ অপরাহ্ণ | শনিবার, ২৩ এপ্রিল ২০২২
24news.com.bd | Online Desk