অনলাইন ডেস্ক | ২৪ এপ্রিল ২০২২ | ৪:১৬ অপরাহ্ণ
গত ২২/০৪/২০২২ তারখিে রাজধানীর মধ্যবাড্ডাস্থ টাইকংি রস্টেুরন্টে এন্ড র্পাটি সন্টোরে অ্যাসোসয়িশেনরে “সাধারণ সভা, ইফতার ও দোয়া মাহফলি” অনুষ্ঠতি হয় ।
প্রাণরে সংগঠনরে ভালোবাসার টানে তুমুল বৃষ্টি উপক্ষো করে প্রায় তনি শতাধকি নবীন – প্রবীণ সাধারণ সদস্য’র অংশগ্রহনে “সাধারণ সভা, ইফতার ও দোয়া মাহফলি” মলিনমলোয় পরণিত হয়।
বকিাল তনিটায় পবত্রি কোরআন তলেওয়াতরে মাধ্যমে সাধারণ সভার র্কাযক্রম শুরু হয় সংগঠনরে অন্যতম প্রতষ্ঠিা সদস্য প্রকৌশলী মো: কামরুল ইসলাম লখিন এর সঞ্চালনায় ।
উক্ত সাধারণ সভায় প্রধান অতথিি হসিাবে মঞ্চ আলোকতি করনে জনাব প্রকৌশলী এবএিম আনোয়ারুল হক, সাবকে সংসদ সদস্য, মানকিগঞ্জ-১, বাংলাদশে জাতীয় সংসদ, ফপই ব্যাচ-১৯৬৬।
বশিষে অতথিি প্রকৌশলী একএেম সালাহউদ্দীন (হরিক), ফপই বাচ-১৯৭২।
পবত্রি কোরআনে কালাম থকেে তলেওয়াত করনে প্রবীণ অ্যালামনাই প্রকৌশলী কাজী নজরুল ইসলাম (১৯৮৩ ব্যাচ) ।
সূচনা বক্তব্যে অ্যাসোসয়িশেনরে আহবায়ক ও সভার সভাপতি প্রকৌশলী মোঃ সরিাজুল ইসলাম বরৈী আবহাওয়া উপক্ষো করে উপস্থতি হওয়ার জন্য সকল সদস্যদরে ধন্যবাদ জানয়িে বলনে, আমরা অ্যালামনাইদরেকে জুনয়ির সনিয়িরে বভিাজন দখেতে চাইনা, আমরা সংগঠনকে কোন একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়িন্ত্রণে দখেতে চাইনা ।
আমরা সকল ব্যাচরে অংশগ্রহণে একটি র্সবজনীন অ্যালামনাই অ্যাসোসয়িশেন দখেতে চাই ।
প্রধান বক্তা প্রকৌশলী কাজী নজরুল ইসলাম ( ফপই বাচ-১৯৮৩ )
তার বক্তব্যে র্বতমান সময়ে কছিু বপিদগামী সদস্যদরে অসাংগঠনকি র্কমকাণ্ডরে নন্দিা জানান এবং সামনে এগয়িে চলার দকিনর্দিশেনা প্রদান করনে ।
বশিষে অতথিি প্রকৌশলী একএেম সালাহউদ্দীন (হরিক), ফরদিপুর পলটিকেনকি ইনস্টটিউিট অ্যালামনাই অ্যাসোসযি়শেন এর আগামী ২০২২-২০২৪ র্টামরে জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক হসিাবে যথাক্রমে জনাব প্রকৌশলী মোঃ সরিাজুল ইসলাম (ব্যাচ-১৯৮০) এবং জনাব প্রকৌশলী কাজী নজরুল ইসলাম (ব্যাচ-১৯৯৭) এর নাম প্রস্তাব করনে।
উপস্থতি সাধারণ সদস্যগন র্সবসম্মতভাবে করতালরি মাধ্যমে উক্ত প্রস্তাব সর্মথন করনে ।
প্রধান অতথিি জনাব প্রকৌশলী এবএিম আনোয়ারুল হক তার বক্তব্যে সংগঠনরে সাফল্য কামনা করনে এবং ফরদিপুর পলটিকেনকি ইনস্টটিউিট অ্যালামনাই অ্যাসোসযি়শেনরে নবনর্বিাচতি সভাপতি ও সাধারণ সম্পাদককে অভনিন্দন জানান এবং দ্রুততম সময়রে মধ্যে অনুমোদতি গঠনতন্ত্ররে আলোকে র্পূনাঙ্গ নর্বিাহী কমটিি গঠনরে দায়ত্বি প্রদান করনে এবং সংগঠনরে র্স্বাথ সংরক্ষন ও অগ্রযাত্রায় পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করনে।
এ ছাড়া বক্তব্য রাখনে ফপই অ্যালামনাই অ্যাসোসয়িশনরে সদস্য দশে বরন্যে প্রকৌশলীগণ এবং ফরদিপুর পলটিকেনকি ইনস্টটিউিট ছাত্র সংসদরে সাবকে ছাত্র নতেৃবৃন্দ, বাকাছাপরে সাবকে নতেৃবৃন্দ ।
সাধারণ সভার আলোচনা শষেে অ্যালামনাই অ্যাসোসয়িশেন পরবিাররে ভাই-বোনরো যারা ইন্তকোল করছেনে তাদরে রুহরে মাগফরোত কামনা করে দোয়া করা হয়। দোয়া, ইফতার এবং নামাজরে বরিতি শষেে আরো কয়কেজন ফপই অ্যালমনাই অ্যাসোসয়িশেনরে সদস্যবৃন্দ বক্তব্য রাখনে৷ পরশিষেে সভার সভাপতি জনাব প্রকৌশলী মোঃ সরিাজুল ইসলাম ফপই অ্যালামনাই অ্যাসোসয়িশেনরে অতীত, র্বতমান এবং ফপই অ্যালমানাই অ্যাসোসয়িশেনরে প্রত্যাশা প্রাপ্তি নয়িে বস্তিারতি বক্তব্য উপস্থাপন করনে৷ এর পর তনিি সভার সমাপ্তি ঘোষনা করনে।
বাংলাদেশ সময়: ৪:১৬ অপরাহ্ণ | রবিবার, ২৪ এপ্রিল ২০২২
24news.com.bd | Online Desk