অনলাইন ডেস্ক | ৩০ এপ্রিল ২০২২ | ১০:৫১ পূর্বাহ্ণ
ইতালিতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। ফলে মাস্কের বাধ্যতামূলক ব্যবহারে ফিরে গেছে দেশটি। আগামী ১৫ জুন পর্যন্ত ইতালিরর গণপরিবহন ও কিছু অভ্যন্তরীণ ভেন্যুতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা বলেছেন, সিনেমা হল, থিয়েটার, অভ্যন্তরীণ অনুষ্ঠানে এবং হাসপাতালে প্রবেশের জন্য এখনও মাস্কের প্রয়োজন হবে। সরকার অবশিষ্ট বিধিনিষেধ প্রত্যাহারে সতর্ক থাকতে চায়।
তিনি বলেছেন, ‘আমরা অন্তত ১৫ জুন পর্যন্ত কিছু বিধিনিষেধ রাখার সিদ্ধান্ত নিয়েছি, আমি বিশ্বাস করি যে সতর্কতার উপাদান হিসেবে এগুলো প্রয়োজনীয়।’
বাংলাদেশ সময়: ১০:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ এপ্রিল ২০২২
24news.com.bd | News Desk