অনলাইন ডেস্ক | ০৮ মে ২০২২ | ৫:৫২ অপরাহ্ণ
মাহফুজ আনাম জেমস, যার গান না থাকলে জমে না কোনো উৎসবের আসর। এমন একটা সময় ছিল যখন উৎসব মানেই জেমসের নতুন গান। বিশেষ করে চাঁদরাতে প্রকাশ হতো জেমসের নতুন গান। যার অপেক্ষায় থাকতো শ্রোতা-ভক্তরা। অবশেষে একযুগ পর ঈদের চাঁদরাতে নতুন গান নিয়ে আসছেন দেশের জনপ্রিয় এই রকস্টার।
এটা ইতোমধ্যে সকলেই জেনে গেছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় পর জেমসের গান মানে তপ্ত মরুভূমিতে আকস্মিক নেমে আসা বৃষ্টি। আজ বৃহস্পতিবার বিকেলে বসুন্ধরা ডিজিটাল প্ল্যাটফর্মে আসন্ন গানটির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হলো রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়।
এদিন জেমস জানালেন কেন এত দিন পর গান করছেন। মঞ্চে নির্ধারিত সময়ে বক্তব্যের জন্য বাংলাদেশের এই রকস্টারকে ডাকা হয়। কেন এত দিন পর গান? এই প্রশ্নের জবাবে অকপটেই জেমস বললেন, ‘কারণ একটাই যে ওরা আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে, বলেছে আপনার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা গান করতে পারেন, এটা একজন শিল্পীর জন্য অনেক সম্মানের। নিজের মতো করে কাজ করা তো একজন শিল্পীর জন্য ভালো।’
বসুন্ধরার অ্যাপ্রোচ ভালো লাগার কারণেই নতুন গান করলেন বলে জানালেন লেইস ফিতা লেইস খ্যাত এই গায়ক। তিনি বলেন, ‘এত দিন পরে, মে বি বসুন্ধরার অ্যাপ্রোচটা আমার ভালো লেগেছে। এটা বোধহয় কারণ, কেন আমি নতুন গান করছি, অ্যাপ্রোচটা ভালো লেগে গেছে। এ জন্যই করছি গান। এর চেয়ে বড় কোনো, অন্য কোনো কারণ নেই।’
চাঁদরাতে বসুন্ধরা ডিজিটাল নামের ইউটিউবে গানটি মুক্তি পাবে। গানটি পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা মসলা। এই ব্যানারে ঈদের পর বেশ কয়েকটি একক গানও মুক্তি পাবে। পরে সেসব গানকে সমন্বয় করে একটি অ্যালবাম প্রকাশ করা হবে, জানালেন জেমস। তিনি বলেন, ‘সামনে আরো কিছু আপনারা পাবেন। আমরা সিঙ্গেল হিসেবে বের করব, পরে অ্যালবাম হিসেবে বের করব।’
জানা গেছে, চাঁদরাতে মুক্তি পাওয়া এই গানের গানচিত্র নির্মাণ করা হয়েছে। জেমস নিজেও এই গানচিত্রের চিত্রায়ণে অংশ নিয়েছেন। গানের নাম ও বিস্তারিত চাঁদরাতেই জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা হলেন বসুন্ধরা ব্যাংকিং সেক্টরের সিওও শওকত আকবর, ক্যাপ্টেন শেখ এহসান রেজা, এম এম জসীম উদ্দিন, আব্দুস শুকুর, ফরহাদ আলী রেজা, বেলাল হোসেন, মোস্তফা কামাল ভূঁইয়া, সাদ তানভীর, জাকারিয়া জালাল ও বসুন্ধরা গ্রুপের অন্য কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ৫:৫২ অপরাহ্ণ | রবিবার, ০৮ মে ২০২২
24news.com.bd | Online Desk