শনিবার ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

ঢাকা ইপিজেড-এ বিদেশী শিল্প প্রতিষ্ঠান অধিগ্রহণ করল লাবিব গ্রুপ

অনলাইন ডেস্ক | ১৫ মে ২০২২ | ১০:৫৩ পূর্বাহ্ণ

ঢাকা ইপিজেড-এ বিদেশী শিল্প প্রতিষ্ঠান অধিগ্রহণ করল লাবিব গ্রুপ

টেক্সটাইল শিল্প ও ব্যবসায়ের ক্রমবর্ধমান উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে গেল সোমবার সকালে ঢাকা ইপিজেড-এ অবস্থিত একটি স্পিনিং মিলসহ ডাইং ফ্যাক্টোরী অধিগ্রহণ করল লাবিব গ্রুপ। প্রতিষ্ঠানটির নাম কুং কেং টেক্সটাইল (বাংলাদেশ) কোং লিমিটেড। এটি তাইওয়ান বেজড্ একটি বহুজাতিক কোম্পানী যা গত ২৭ বছর ধরে ঢাকা ইপিজেড-এ অত্যন্ত সুনামের সঙ্গে টেক্সটাইল পণ্য উৎপাদন ও ব্যবসা পরিচালনা করে আসছে। এটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি (সিনথেটিক/এ্যাক্রিলিক) স্পিনিং মিল সমেত ডাইং ফ্যাক্টোরী এবং শতভাগ রপ্তানিমুখী একটি শিল্প প্রতিষ্ঠান।

গত ০৯/০৫/২০২২ইং তারিখ রোজ সোমবার সকালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে একটি আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এর শেয়ার ট্রান্সফার সিরিমোনি অনুষ্ঠিত হয়। এ সময় লাবিব গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন এর সম্মানিত চেয়ারম্যান জনাব সালাউদ্দিন আলমগীর সিআইপি, ভাইস-চেয়ারম্যান মিসেস সুলতানা জাহান সিআইপি ও উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব পঙ্কজ কুমার কর্মকারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং কুং কেং টেক্সাইল (বাংলাদেশ) কোং লিমিটেড – এর পক্ষে উপস্থিত ছিলেন এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব লিন ফেং ফু, পরিচালক জনাব সিয়েহ ইয়াং চিন ও নির্বাহী পরিচালক জনাব তপন কুমার মজুমদার। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব এনামুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নাসের এজাজ বিজয় সহ বিভিন্ন পর্যায়ের পরিচালকবৃন্দ এবং অডিট ফার্ম ও রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানিজ এ্যান্ড ফার্মস-এর উর্ধবতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, লাবিব গ্রুপ বাংলাদেশের অন্যতম প্রধান একটি গ্রুপ অব কোম্পানিজ যার রয়েছে সোয়েটার, ডাইং, ব্যাংকিং, লিজিং, ইলেকট্রনিক্স, আইটি, প্যাকেজিং, পোলট্রি, ফিশারীজ ও ক্যাটল্ ফার্মসহ বেশ কিছু অঙ্গ প্রতিষ্ঠান। এটি একটি ক্রমবর্ধমান গ্রুপ অব কোম্পানিজ যা বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টিসহ বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

মন্তব্য করুন

বাংলাদেশ সময়: ১০:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ মে ২০২২

24news.com.bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

করোনায় আক্রান্ত নানক

০৩ অক্টোবর ২০২০

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

সম্পাদক মন্ডলীর সভাপতি : নাহিদ আনজুম সিদ্দিকি | প্রকাশক : মোঃ নজরুল ইসলাম | সম্পাদক : মোঃ ফয়েজুর রহমান

জুহরা নূর সুপার মার্কেট, হাসনাবাদ পোর্ট কন্টেইনার রোড, হাসনাবাদ, দক্ষিন কেরাণীগঞ্জ, ঢাকা-১৩১১।
ফোন : +8801877740333 | E-mail : info@24news.com.bd

©- 2025 24news.com.bd কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।