অনলাইন ডেস্ক | ২২ মে ২০২২ | ১০:৫০ পূর্বাহ্ণ
কুড়িগ্রামের রৌমারীতে পাঁচ মাসের এক শিশু ও তার মাকে গলা কেটে হত্যা করা হয়েছে। শিশুটির নাম হাবিব এবং তার মা মোছাম্মৎ হাফসা আকতার (২৬)। গতকাল ভোররাতে কে বা কারা মা ও ছেলেকে গলা কেটে হত্যা করে পরিত্যক্ত একটি ধান খেতে লাশ ফেলে যায়। তাৎক্ষণিক শিশুটি মারা গেলেও মাকে গুরুতর অসুস্থ অবস্থায় এলকাবাসী উদ্ধার করে প্রথমে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে মারা যায়। শনিবার ভোর রাতে জেলার রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নতুনবন্দর হাজিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার ভোর রাতে প্রচ বৃষ্টির মধ্যে হঠাৎ প্রতিবেশী আবদুর সবুর নামে এক ব্যক্তির পুকুর পাড়ের পূর্ব পাশে পরিত্যক্ত একটি ধান খেত থেকে গোঙানির শব্দ শুনে প্রতিবেশীদের ডাক দেন। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর মরদেহ ও পাশে গলাকাটা শিশুটির মা হাফসাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। এরপর তারা তাদের পরিবারের সহায়তায় শিশুর মরদেহসহ হাফসাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাফসার অবস্থা গুরুতর হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে হাফসা মারা যান। রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু ও মায়ের লাশ ময়নাতদন্তের জন্য রবিবার দুপুরে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হবে। তবে তার স্বজনদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ২২ মে ২০২২
24news.com.bd | Online Desk