অনলাইন ডেস্ক | ০৪ জুন ২০২২ | ১২:০৪ অপরাহ্ণ
রাজধানীর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক সি, দোকান-৯৫ তে দেশীয় ফ্যাশন হাউস ইনস্টাইল বাই শিফা এর ৫ম আউটলেট এর উদ্ভোদন করা হয়। উদ্ভোদনের সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও জনাব এফ۔এইচ۔চৌধুরী (সামি),প্রতিষ্ঠানের এমডি শিফা ও ব্র্যান্ড এম্বাসেডর সানজিদা। ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। এখানে ছেলে ও মেয়েদের ডিজাইনার ড্রেস , গাউন, অভায়া সহ হিজাব একসেসোরিস পাওয়া যায়۔ আরো উল্লেখ্য এই প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর কাজী সারোয়াত জাহান ( শিফা ) একজন সফল নারী উদ্দোক্তা হিসেবে দীর্ঘ ১২ বছর যাবত কাজ করে প্রতিষ্ঠানটিকে একটি উন্নতমানের দেশীয় ব্রান্ড হিসেবে দার করিয়েছেন। যার ফলে ইনস্টাইল বাই শিফার অন্যান্য আউটলেট ঢাকার সীমান্ত সম্ভার, কুমিল্লার প্ল্যানেট এস আর, চট্টগ্রামের আফমী প্লাজা সহ সবগুলোই জমজমাট। প্রতিষ্ঠানের সিইও আশা প্রকাশ করেন দেশের সব চেয়ে জনপ্রিয় শপিংমল বসুন্ধরাসিটি তেও ইনস্টাইল বাই শিফা ভাল সারা ফেলবে ইনশাআল্লাহ।
বাংলাদেশ সময়: ১২:০৪ অপরাহ্ণ | শনিবার, ০৪ জুন ২০২২
24news.com.bd | Online Desk
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ |