অনলাইন ডেস্ক | ১৭ সেপ্টেম্বর ২০২২ | ১২:৪৭ অপরাহ্ণ
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারে নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর বারিধারার ইন্ট্রাকো কনভেনশন হলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩টায় বারিধারার ইন্ট্রাকো কনভেনশন হল এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেমিস্টার-২ এর নবাগত ছাত্র- ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে। সকলের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন দিয়ে শুরু হয় নবীনবরণ অনুষ্ঠান।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবুল লাইস এমএস হক (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোটিভেশনাল বক্তব্য রাখেন টেন মিনিট স্কুলের ফাউন্ডার ও সিইও আয়মান সাদিক।
নবীনবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটি রেজিস্ট্রার মোঃ রহুল আমিন, ইউনিভার্সিটি এডভাইজার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব.), ইংরেজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো: হাবীবুল্লাহ, বিজনেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো: মুজাক্কেরুল হুদা, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মোঃ সুলতানুল ইসলাম।
সম্মানিত বক্তাগণ শিক্ষার্থীবৃন্দকে ভবিষ্যত সুনাগরিক হিসাবে গড়ে উঠতে এবং নলেজ বেজড সোসাইটি গড়ে দেশের উন্নয়ন ও সমাজসেবা মূলক কর্মকান্ডে সম্পৃক্ত হবার জন্য উৎসাহ প্রদান করেন। এছাড়া নবীনবরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রোগ্রাম ডিরেক্টরস, শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য যে, অনুষ্ঠানটির শেষাংশে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও আকর্ষনীয় র্যাফেল-ড্র এর মধ্য দিয়ে সমাপ্ত হয়।
বাংলাদেশ সময়: ১২:৪৭ অপরাহ্ণ | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
24news.com.bd | Online Desk