অনলাইন ডেস্ক | ২৪ সেপ্টেম্বর ২০২২ | ১:৪১ অপরাহ্ণ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজ বাড়িতে ষাটোর্ধ্ব এক দম্পতি খুনের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজারপাড়ার নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা বেগম (৬০)।
শনিবার বেলা ১০টায় তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে কেউ তাদের হত্যা করে রেখে গেছে। এরমধ্যে নজির উদ্দিকে শ্বাসরোধ এবং ফরিদা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সকালে প্রতিবেশীরা বাড়ির বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখে তাদের আত্মীয়-স্বজনকে খবর দেয়। পরে নিহতদের মেয়ে-জামাতা এলে হত্যার বিষয়টি নিশ্চিত হয় তারা।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, ঘটনা জানার পরই পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলের ক্রাইম সিন অক্ষত রেখে পিবিআই ও সিআইডি ঘটনাটি তদন্ত করছে।
বাংলাদেশ সময়: ১:৪১ অপরাহ্ণ | শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
24news.com.bd | News Desk