অনলাইন ডেস্ক | ২৪ অক্টোবর ২০২২ | ২:৪৭ অপরাহ্ণ
তাসকিন
হোবার্টের বেলেরিভ ওভালে আজ বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদ। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে লো-স্কোরিং ম্যাচ জিতিয়েছেন এই পেসার। তাঁর হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। টেস্ট ম্যাচের লাইন-লেংথে বল করাই লক্ষ্য ছিল এই গতি তারকার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাসকিন বলেন, ‘এই জয়টা আমাদের দরকার ছিল। দল হিসেবে আমরা খুবই ভালো খেলেছি। আজকের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি। বেসিক ঠিক রাখা ও টেস্ট ম্যাচের লেংথে বোলিং করার চেষ্টা করেছি। নিজের সেরাটা দিতে চেয়েছি। দুই দিকেই যাতে সুইং করতে পারি- বিশ্বকাপকে ঘিরে এই জায়গাটাতেই আমার মূল ফোকাস ছিল। ’
৯ রানের জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করল টাইগাররা। বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর। ৩০ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২ নভেম্বর ভারত এবং ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল।
বাংলাদেশ সময়: ২:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২৪ অক্টোবর ২০২২
24news.com.bd | Online Desk