অনলাইন ডেস্ক | ২৪ অক্টোবর ২০২২ | ৫:৫১ অপরাহ্ণ
গোপন সংবাদের ভিত্তিতে ২৩ অক্টোবর ২০২২ তারিখ আনুমানিক ০২:৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে ধলেশ্বরী ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা থেকে চট্টগ্রাম গামী যাত্রীবাহী ০৭ টি বাস তল্লাশী করে আনুমানিক ১২,৫০০ কেজি (৩১২ মণ) বিষাক্ত জেলী পুশকৃত চিংড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা। জেলী পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উক্ত অভিযানে কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা উপস্থিত ছিলেন। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার সম্মুখে জব্দকৃত জেলী পুশকৃত চিংড়ি মাটিতে পুতে বিনষ্ট করা হয়।
বাংলাদেশ সময়: ৫:৫১ অপরাহ্ণ | সোমবার, ২৪ অক্টোবর ২০২২
24news.com.bd | Online Desk