শনিবার ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

৯৪ বছর বয়সে কেনিয়ার রিষ্ট ভ্যালি গ্রামের স্থানীয় স্কুলের প্রধান শিক্ষককে রাজি করিয়ে তিনি স্কুলে ভর্তি হন

বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রাথমিক শিক্ষার্থী প্রিসিলা মারা গেছেন

অনলাইন ডেস্ক | ১৯ নভেম্বর ২০২২ | ১০:৫৯ পূর্বাহ্ণ

বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রাথমিক শিক্ষার্থী প্রিসিলা মারা গেছেন

প্রিসিলা সিতিয়েনি (মাথায় টুপি পরিহিত)

প্রিসিলা সিতিয়েনি, কেনিয়ার নাগরিক। ৯৪ বছর বয়সে কেনিয়ার রিফ্ট ভ্যালিতে সেখানকার একটি প্রাথমিক বিদ্যালয়ে হন। এর মধ্য দিয়ে তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রাথমিক শিক্ষার্থী তকমা পান।

৯০-এরও বেশি বছর বয়সে তার শিক্ষা অর্জনের সংকল্পে অনুপ্রাণিত হয়ে একটি ফরাসি চলচ্চিত্র নির্মিত হয় এবং ইউনেস্কোর প্রশংসা অর্জন করে।

বুধবার মারা গেছেন বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক এই প্রাথমিক শিক্ষার্থী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। স্থানীয় গণমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে তার নাতি স্যামি চেপসিরর বলেন, গোগো প্রিসিলা বুকের ব্যথাজনিত জটিলতায় নিজ বাড়িতে মারা যান।
চেপসিরর বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, গোগো সুস্থ ছিলেন এবং মৃত্যুর তিন দিন আগ পর্যন্ত ক্লাস করেছেন। এরপর বুকের ব্যথার কারণে তিনি আর স্কুলে যেতে পারেননি।

তিনি আরও বলেন, আমরা তার শতায়ু জীবনের জন্য কৃতজ্ঞ। তিনি আমাদের সবাইকে গর্বিত করেছেন।

ইউনেস্কোর মতে, প্রিসিলা সিতিয়েনি ৯৪ বছর বয়সে স্থানীয় স্কুলের প্রধান শিক্ষককে রাজি করিয়ে স্কুলে ভর্তি হন। এই বয়সে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির কারণে তিনি তার সম্প্রদায় ও এর বাইরে রোল মডেল হিসেবে প্রশংসিত হন।

গত বছর জাতিসংঘের সংস্থার সাথে একটি সাক্ষাৎকারে প্রিসিলা সিতিয়েনি বলেন, তার উদ্দেশ্য ছিল কেনিয়ার অল্পবয়সী মায়েদের সন্তান হওয়ার পরে লোকলজ্জা বা সামাজিক কলঙ্কের ভয়ে স্কুল ছেড়ে দেওয়ার পরিবর্তে স্কুলে ফিরে যেতে উদ্বুদ্ধ করা। সূত্র: দ্য স্টার ডট কেই

মন্তব্য করুন

বাংলাদেশ সময়: ১০:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ নভেম্বর ২০২২

24news.com.bd |

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

সম্পাদক মন্ডলীর সভাপতি : নাহিদ আনজুম সিদ্দিকি | প্রকাশক : মোঃ নজরুল ইসলাম | সম্পাদক : মোঃ ফয়েজুর রহমান

জুহরা নূর সুপার মার্কেট, হাসনাবাদ পোর্ট কন্টেইনার রোড, হাসনাবাদ, দক্ষিন কেরাণীগঞ্জ, ঢাকা-১৩১১।
ফোন : +8801877740333 | E-mail : info@24news.com.bd

©- 2025 24news.com.bd কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।