শুক্রবার ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

অনলাইন ডেস্ক | ২৮ অক্টোবর ২০২৩ | ১২:২৯ অপরাহ্ণ

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের মহাসমাবেশকে কেন্দ্র করে আজ ভোর থেকেই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। নেতাকর্মীদের মিছিল, শ্লোগানে মুখরিত হয়েছে গোটা নয়াপল্টন এলাকা। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পাচ্ছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী ভোর থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তাদের খণ্ড খণ্ড মিছিল করতে দেখা যায়। সেসব মিছিল থেকে সরকারবিরোধী ও বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এরই মধ্যে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
সরেজমিনে সকাল ৯ টায় দেখা গেছে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা মঞ্চে উঠে ছবি তুলছেন, ভিডিও করছেন। সবার হাতে জাতীয় ও দলীয় পতাকা। তারা সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। হ্যন্ডমাইকে নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

বান্দরবন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার নেতৃত্বে নয়াপল্টনে মহাসমাবেশে যোগ দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী। মিছিলে থাকা আজিজ নামে এক নেতা বলেন, সকালে বাস থেকে নেমেছি। পরে সব নেতাদের সাথে কথা বলে একসাথে হয়েছি। আমরা সরকারের পদত্যাগ চাই।

কুমিল্লার চান্দিনা উপজেলা থেকে এসেছেন মাহবুব। তিনি বলেন, গতকাল বিকেলে ঢাকায় এসেছি। রাতে কার্যালয়ের সামনে ছিলাম। চান্দিনার নেতাদের সাথে কথা বলে সমাবেশে যোগ দিয়েছি। আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগ চাই।

এদিকে, নয়াপল্টন থেকে কাকরাইল সড়ক নেতাকর্মীদের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এছাড়া সেগুনবাগিচা ও শান্তি নগরসহ আশাপাশ এলাকায় বিএনপি নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে।

মন্তব্য করুন

বাংলাদেশ সময়: ১২:২৯ অপরাহ্ণ | শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

24news.com.bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কে এই অবন্তিকা?

১৬ জানুয়ারি ২০২১

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

সম্পাদক মন্ডলীর সভাপতি : নাহিদ আনজুম সিদ্দিকি | প্রকাশক : মোঃ নজরুল ইসলাম | সম্পাদক : মোঃ ফয়েজুর রহমান

জুহরা নূর সুপার মার্কেট, হাসনাবাদ পোর্ট কন্টেইনার রোড, হাসনাবাদ, দক্ষিন কেরাণীগঞ্জ, ঢাকা-১৩১১।
ফোন : +8801877740333 | E-mail : info@24news.com.bd

©- 2025 24news.com.bd কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।