অনলাইন ডেস্ক | ২৯ অক্টোবর ২০২৩ | ৯:২৭ পূর্বাহ্ণ
দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রোববার (২৯ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুড়ে । এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহরের প্রেসক্লাবের পেছনের রেলগেট থেকে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বিএনপিকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ জানান, ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ অতর্কিত গুলি ছুড়ে আমাদের ওপর হামলা চালিয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহসান বলেন, প্রেসক্লাবের সামনে বিএনপির লোকজন মিছিল নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। এ সময় কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়তে হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির মহসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে এক বিবৃতিতে একই কর্মসূচির ঘোষণা করে জামায়াতও।
এদিকে, রোববার মহানগর, জেলা ও উপজেলায় শান্তি সমাবেশর ঘোষণা করে আওয়ামী লীগ। শনিবার আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এ ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বাংলাদেশ সময়: ৯:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
24news.com.bd | News Desk