বুধবার ⬤ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ⬤ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক | ০৭ জানুয়ারি ২০২৪ | ৭:৪৬ অপরাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে স্বতন্ত্র প্রার্থী সুরঞ্জিতপত্নী জয়া সেনগুপ্তা বিজয়ী হয়েছেন।
আজ রবিবার রাতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি।
সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত সাতবারের সংসদ সদস্য ছিলেন। তার মৃত্যুর পর ২০১৭ সালে এই আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথম সংসদ সদস্য হন তার স্ত্রী জয়া সেনগুপ্তা। এরপর ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে আবারও দলের মনোনয়নে সংসদ সদস্য হন তিনি। এবার মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ৭:৪৬ অপরাহ্ণ | রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪
24news.com.bd | News Desk