অনলাইন ডেস্ক | ০৪ আগস্ট ২০২৪ | ১:১৯ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে আজ রোববার (৪ আগস্ট) থেকে সারাদেশে অসহযোগ আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির সমর্থনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলা এলাকায় অবস্থান নিয়েছেন কওমি মাদরাসা শিক্ষার্থীরা।
রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার পটিয়া কলেজ গেট এলাকায় সহস্রাধিক শিক্ষার্থী অবস্থান নেন।
এসময় মহাসড়কটি দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।
সবশেষ বেলা ১২টর দিকে পাওয়া তথ্য অনুযায়ী শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে যাচ্ছেন। তবে কোনও সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
একদফা দাবিতে রোববার সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার দিবাগত মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি জানান, এদিন বেলা ১১টায় রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে।
গত শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবারের বিক্ষোভ এবং রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১:১৯ অপরাহ্ণ | রবিবার, ০৪ আগস্ট ২০২৪
24news.com.bd | News Desk