অনলাইন ডেস্ক | ১১ ডিসেম্বর ২০২২ | ৬:২৩ অপরাহ্ণ
রাজধানীর পল্টন ও মতিঝিল থানার পৃথক দুই মামলায় রিমান্ড শেষে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ ২৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এ আদেশ দেন।
এর আগে, আসামিদের রিমান্ড শেষে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এসময় আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করে। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ৮ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল ও মতিঝিল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দু’টি মামলা দায়ের হয়। ওই মামলায় সেদিনই (৮ ডিসেম্বর) আসামিদের হাজির করা হয় আদালতে। পরে দু’দিন করে রিমান্ডে নেওয়া হয় তাদের।
বাংলাদেশ সময়: ৬:২৩ অপরাহ্ণ | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
24news.com.bd | News Desk