শুক্রবার ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম

বুবলী প্রসঙ্গে মুখ খুললেন শাকিব খান

শিগগিরই পারিবারিকভাবে বিয়ে করতে যাচ্ছি

অনলাইন ডেস্ক | ২৪ অক্টোবর ২০২০ | ৪:৩২ অপরাহ্ণ

শিগগিরই পারিবারিকভাবে বিয়ে করতে যাচ্ছি

‘আর তো চুপ থাকা যায় না, আবারও কেন আমাকে নিয়ে এত গুঞ্জন আর কানাঘুষা, কারও যদি সাহস থাকে সামনে এসে প্রমাণ দেখাক, এভাবে দুই দিন পর পর আমাকে ঘিরে নানা অপপ্রচার চালিয়ে আমার স্টারডাম ধ্বংস করা যাবে না, আমাকে নিঃশেষ করার ষড়যন্ত্র অনেক হয়েছে, আর কত?’ চরম ক্ষোভ নিয়ে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে কথাগুলো বললেন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান।

সম্প্রতি খবর চাউর হয়েছে ‘বুবলী প্রেগনেন্ট, এজন্য তিনি লোকচক্ষুর আড়ালে চলে গেছেন এবং শাকিব খান তাকে আমেরিকা পাড়ি দেওয়ার জন্য অর্থ দিয়েছেন। বুবলী এখন অপুর পথেই হাঁটছেন, একলা বুবলী দোকলা হয়েই ফিরবেন ইত্যাদি ইত্যাদি’। এসব খবরের সত্যতা জানতে চাইলে শাকিব খান বলেন, ‘আপনারা আমাকে কেন  জিজ্ঞেস করছেন, বুবলীর কাছে যান, সেই তো আপনাদের ভালো বলতে পারবে। সে তো ঢাকাতেই তার বাসায় আছে।’ শাকিবের কাছে আবার জানতে চাওয়া হয়, ‘পূর্বে আপনার সঙ্গে অপুর এমনই ঘটনা ঘটেছিল, বুবলীকে নিয়েও কি সেই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে?’ শাকিবের সাফ জবাব, ‘প্রশ্নই ওঠে না, বুবলী শিক্ষিত মেয়ে, তার পরিবারও শিক্ষিত এবং সম্ভ্রান্ত। সে অপুর মতো কোনো ভুল করতে পারে না। সে কেন নিজেকে আড়ালে রেখেছে তা সে জানে, আমি কীভাবে বলব।’ শাকিবের কাছে এবার জানতে চাওয়া হয়, ‘তাহলে আপনি বলছেন বুবলীর সঙ্গে আপনার প্রেম, বিয়ে বা সন্তান হওয়ার যে খবর বাতাস ভারি করছে তা অমূলক?’ শাকিবের উত্তর- ‘অবশ্যই ভিত্তিহীন এবং অমূলক। বুবলী আমার ভালো বন্ধু  এবং কো-আর্টিস্ট ছাড়া আর কিছুই নয়। আসলে আমার স্টারডাম যখনই শুরু হয়েছে তখন থেকেই কিছু ঈর্ষাপরায়ণ মানুষ আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য ওঠে পড়ে লেগেছে। বারবার আমাকে ঘিরে নানা ইস্যু তৈরি করে আমার ক্যারিয়ার ধ্বংস করতে চায়, যা কোনো দিন পারেনি, পারবেও না। অপু বিশ্বাসের সঙ্গে আমার সম্পর্ক একটি আবেগতাড়িত দুর্ঘটনা ছাড়া আর কিছুই ছিল না। একসঙ্গে অনেক কাজ করতে গিয়ে তাকে চিনতে ভুল করেছিলাম। সেই ভুল থেকে যথেষ্ট শিক্ষা নিয়েছি। আর ভুল করতে চাই না। এখন আমার ধ্যান-জ্ঞান হলো ফিল্মি ক্যারিয়ার এবং সুন্দর সাজানো-গোছানো একটি সংসার। আমার পরিবার থেকে অনেক দিন ধরেই বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছে। মিডিয়ার কোনো মেয়েকে বিয়ে করব না। এমন মেয়েকে বিয়ে করব যে হবে পরহেজগার, সংসারী এবং স্বামীভক্ত। সারা দিন কাজ শেষে যখন ক্লান্ত হয়ে বাসায় ফিরব তখন আমার স্ত্রী  আমার হান্ড্রেড পার্সেন্ট টেককেয়ার করবে, আমার সঙ্গে গল্প করে সব ক্লান্তি দূর করে দেবে। পৃথিবীতে মানুষ আসে দুই দিনের জন্য, সে যদি পূর্ণ শান্তি নিয়ে ফিরে যেতে না পারে তাহলে তার জন্মই বৃথা।’ ঘুরেফিরে শাকিবের কাছে একই প্রশ্ন- ‘এক প্রযোজক বলেছেন আপনি নাকি আমেরিকা যাওয়ার জন্য বুবলীকে ২২ হাজার ডলার দিয়েছেন?’ শাকিব তেলে-বেগুনে জ্বলে ওঠে বলেন, ‘আরে ভাই আমিও শুনছি, অমুক প্রযোজক বলেছেন, আরে সেই প্রযোজকটা কে? আমি কি তাকে দিয়ে টাকাটা দিয়েছিলাম, নাকি টাকা দেওয়ার সময় সে সেখানে উপস্থিত ছিল? তাহলে তাকে বলব, ‘প্রমাণ দেখাও, না হলে  মিথ্যা রটনার অপরাধে তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’ মিডিয়াকে বলব, ‘অসুস্থ মাদকাসক্ত কোনো মানুষের কথা শুনে দয়া করে একতরফা সংবাদ পরিবেশন করবেন না।’

শাকিবের কাছে জানতে চাইলাম, ‘বিয়েটা কবে করছেন?’ এবার মুচকি হেসে বললেন, ‘আর দেরি করব না, তাড়াতাড়িই শুভ কাজটা সেরে ফেলতে চাই, সম্ভব হলে এ বছরই বিয়েটা করে ফেলব, না হলে দুষ্টু মানুষের যন্ত্রণায় দেখা যাবে বিয়েটাও আর করা যাবে না। দেখছেন না আমি বিয়ে করতে যাচ্ছি এই খবরটা অনেকের কানে পৌঁছে যাওয়ায় আমার বিয়ের ভাঙানি দিতে বুবলীকে ঘিরে নতুন গল্প ফেঁদে বসেছে। আমি সবাইকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমি সুপারস্টার শাকিব খান, কোনো অপপ্রচার আমার স্টারডামকে থামাতে পারবে না। এসবকে আমি পাত্তাও দিই না। যখনই কোনো প্রতিকূল অবস্থায় পড়ি তখনই আমার মুরব্বি শ্রদ্ধেয় প্রয়াত নায়করাজ রাজ্জাক স্যারের একটি কথা স্মরণ করে নিজেকে শান্ত রাখি, তিনি আমাকে বলেছিলেন, ‘দেখো শাকিব, যতদিন তোমাকে ঘিরে প্রপাগান্ডা চলবে তুমি বুঝবে তোমার স্টারডাম আছে। মূল্যহীনদের নিয়ে কেউ রূপকথার গল্পের ঝুলি খোলে না।’ রাজ্জাক স্যারের কথাই আমার চলার পথের পাথেয়।’

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

মন্তব্য করুন

বাংলাদেশ সময়: ৪:৩২ অপরাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২০

24news.com.bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

বাপ্পীর নায়িকা দীঘি

১৮ অক্টোবর ২০২০

করোনায় আক্রান্ত নানক

০৩ অক্টোবর ২০২০

করোনায় আক্রান্ত শুভ

১২ ডিসেম্বর ২০২০

খোলামেলা স্বস্তিকা

২৪ অক্টোবর ২০২০

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

সম্পাদক মন্ডলীর সভাপতি : নাহিদ আনজুম সিদ্দিকি | প্রকাশক : মোঃ নজরুল ইসলাম | সম্পাদক : মোঃ ফয়েজুর রহমান

জুহরা নূর সুপার মার্কেট, হাসনাবাদ পোর্ট কন্টেইনার রোড, হাসনাবাদ, দক্ষিন কেরাণীগঞ্জ, ঢাকা-১৩১১।
ফোন : +8801877740333 | E-mail : info@24news.com.bd

©- 2025 24news.com.bd কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।